নিজস্ব প্রতিবেদক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি বিভাগের পক্ষ থেকে নীলফামারী জেলার ডোমার থানার বসুনিয়া ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জের বন্যার্তদের মাঝে নগত অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। জবি মাইক্রোবায়োলজির পক্ষ থেকে আসা একটি টিম বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ কার্যক্রম শুরু করে। ত্রান বিতরণ কালে ডোমারের “ব্লাড ফর লাইফ” নামক একটি সংগঠন সহায়তা করেন। ৮৮ টি পরিবারে মাঝে নগদ অর্থ, খাবার স্যালাইন, দুধ, চিনি, সেমাই ও ফিটকিরি প্রদান করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সাহায্য পৌছে দেয়ার জন্য জবি মাইক্রোবায়োলজি বিভাগের পক্ষ থেকে সাজ্জাদ, জায়িদ, তুষার, তমাল, হালিম, মোস্তফা কামাল, রিপন, রানা হাবিবুর, তাসিন, কংস একত্রিত হয়ে একটি টিম গঠন করে অর্থ সংগ্রহ করা হয়, এতে সার্বিক সহযোগিতা করেন মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. শামীমা বেগম, এছাড়াও রয়েছেন আবুল কালাম আজাদ, ড. আরিফুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ। এছাড়া গ্রাজুয়েট মাইক্রোবায়োলজিস্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে খাবার স্যালাইন সরবরাহ করা হয়।
এ বিষয়ে সাজ্জাদ হায়দার জানান, এ রকম একটি মহৎ কাজে আল্লাহ আমাকে অংশ নেওয়ার তাওফিক দিয়েছেন তাই আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি।প্রথমে ভাবিনি এত সুন্দরভাবে কাজটি সম্পন্ন করতে পারব।” মানুষ মানুষের জন্য, মানবতা আজো বেঁচে আছে সকলের হৃদয়ে, তাই তো সমগ্র দেশের জনগণ স্ব স্ব অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সকলের সার্বিক সহায়তায় কাজটি সম্পন্ন করতে পেরে আমি এবং আমার টিম সকলকে ধন্যবাদ জানাই।
দৈনিক দেশজনতা/এন এইচ