আন্তর্জাতিক ডেস্ক:
লাতিন আমেরিকাতে দায়িত্ব পালন করলেও ঠিক নিজ দেশের যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত হলেন শ্রীলংকান কূটনীতিক। ব্রাজিল ও কলম্বিয়ায় লেতিন আমেরিকার শ্রীলংকান রাষ্ট্রদূতের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে মামলা দায়ের করেছে কয়েকটি মানবাধিকার সংগঠন। বিবিসির সংবাদ। ২০০৯ সালের তামিল বিচ্ছিন্নতাবাদীদের সাথে গৃহযুদ্ধের চূড়ান্ত সময়ে একজন কমান্ডার ছিলেন সাবেক জেনারেল জগত জয়সুরিয়া । হাজার হাজার তামিল সেইসাথে অনেক বিদ্রোহী নেতৃবৃন্দ এ গৃহযুদ্ধে নিহত হয়, উভয়ক্ষেত্রেই মারাত্মক নৃশংসতার অভিযোগ রয়েছে। ব্রাজিল, কলম্বিয়া, পেরু, চিলি, আর্জেন্টিনা এবং সুরিনামে শ্রীলংকার রাষ্ট্রদূত জগত জয়সুরিয়া নিজ দেশের উত্তর-পূর্ব অঞ্চলে হাসপাতালে হামলা চালান সেইসাথে হাজার হাজার বেসামরিক নাগরিকদের উপর নির্যাতন, অপহরণ ও হত্যাযজ্ঞ চালান। একজন কূটনীতিক হিসেবে তিনি নিজের এই নিষ্ঠুরতাকে উপভোগ করেন কিন্তু ইন্টারন্যাশনাল থ্রুথ এন্ড জাস্টিস প্রজেক্ট(আইটিজেপি) তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করে, সেইসাথে লেতিন আমেরিকা থেকে তাকে বহিস্কার করতে চায় এবং তার বিরুদ্ধে তদন্ত চালাতে চায়। আইটিজেপি এর আইনজীবী ইয়াসমিন সুকা বিবিসি নিউজ আওয়ার প্রোগ্রামে বলেন, ২০০৭-২০০৯ সালের মাঝামাঝির গুরুত্বপূর্ণ সময়ে দ্বীপদেশটির ভানি এলাকায় যা ঘটেছিল তার সাথে আসলেই তিনি জড়িত ছিলেন। তিনি জানান,’জাতিসংঘের তদন্তে পাওয়া গেছে যে, সেখানকার সেনাবাহিনী বেসামরিক নাগরিক ও বিদ্রোহী যোদ্ধাদের মধ্য কোন ধরণের পার্থক্য করেনি এবং তারা সেখানে প্রশ্নাতীতভাবে ধারাবাহিকতার সাথে আইন লঙ্ঘন করে গিয়েছিল। তিনি আরও জানান, ‘গৃহযুদ্ধের শেষের মাসগুলোতে হাজার হাজার তামিল জনগণকে দ্বীপের ছোট একটি অংশে আটকে রাখা হয়েছিল। একটি ক্ষুদ্র পটভূমিতে আটকে রাখা হয়েছিল।’এদিকে জগত জয়সুরিয়ার বিরুদ্ধে পেরু, চিলি এবং আর্জেন্টিনাতেও মানবাধিকার সংস্থাগুলো আইনি পদক্ষেপ নেয়া নিচ্ছে বলে জানা গেছে।
দৈনিক দেশজনতা/এন এইচ