আন্তর্জাতিক ডেস্ক:
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে আরও একটি ঐতিহাসিক শহর দখল করে নিয়েছে ইরাকি বাহিনী। আইএসকে হটিয়ে তাল আফার শহরটি দখল করে নিয়েছে সেনারা।
শহরে আইএসের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি ছিল তাল আফার। কাউন্টার টেরোরিসম ইউনিট শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। শহরটিতে অটোমান সাম্রাজ্যের একটি দুর্গ রয়েছে। তাল আফার শহর উদ্ধারে সেনা অভিযানের কমান্ডার জেনারেল ইয়ারাল্লাহ এক বিবৃতিতে জানিয়েছেন, তারা দুর্গে ইরাকের বিজয়ী পতাকা উড়িয়েছেন। এর আগে গত জুলাই মাসে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল জয়ের ঘোষণা দিয়েছিলন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। ২০১৪ সালে ওই শহরে খিলাফত ঘোষণা করে আইএস। ইরাকের প্রায় ৯৪ ভাগ শহরের দখল নিয়েছে ইরাকি বাহিনী। ২৯টি জেলার মধ্যে ২৭টি জেলাই দখল নিয়েছে সেনারা।