আন্তর্জাতিক ডেস্ক:
চরমভাবাপন্ন আবহাওয়ার কারণে ২১০০ সাল নাগাদ ইউরোপে দেড় লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটবে। গবেষকরা সতর্ক করে জানিয়েছেন, এই মৃত্যুহার থাকবে প্রতিবছর! জলবায়ুর বিরূপ পরিবর্তনের কারণে ইউরোপে প্রতিবছর কমপক্ষে ১ লাখ ৫২ হাজার মানুষ মারা যাওয়ার আশঙ্কা আছে।
দ্য ল্যান্সেট প্ল্যানেটারি হেলথ জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, প্রকৃতির রোষে বর্তমানে যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে, তা ওই সময়ে ৫০ গুণ বৃদ্ধি পাবে। এর মধ্যে ৯৯ ভাগ মানুষই মারা যাবে অতিরিক্ত তাপমাত্রায় সৃষ্ট সমস্যার কারণে।
গবেষকেরা উদ্বেগ জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ঠেকাতে না পারলে ইউরোপের দক্ষিণাঞ্চল আক্রান্ত হবে সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরাও বলছেন, এই গবেষণা প্রতিবেদন অবশ্যই উদ্বেগজনক। ইউরোপিয়ান কমিশনের জয়েন্ট রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর ব্যবস্থা ও চরমভাবাপন্ন আবহাওয়ার প্রভাব ঠেকানোর ব্যবস্থা অবিলম্বে করা উচিৎ। তা না করা হলে ২০৭১ থেকে ২১০০ সালের মধ্যে মৃত্যুসংখ্যা ১ লাখ ৫২ হাজারে দাঁড়াবে।
প্রতিবেদনে বলা হয়, প্রকৃতির বিরূপ প্রভাবের কারণে ওই সময়ে ইউরোপে প্রতি ৩ জনের মধ্যে ২ জন বিপর্যয়ে আক্রান্ত হবেন। ইউরোপের ২৮টি দেশকে নিয়ে হওয়া এই গবেষণায় ১৯৮১ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে দেখা হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি