২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৩

আরেকটি বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

দেশে আরেকটি বন্যার আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, বন্যা হলেও তা মোকাবেলায় সরকারের সকল রকম প্রস্তুতি আছে বলেও জানিয়েছেন তিনি।
রোববার বেলা সাড়ে ১১ টার দিকে ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু কৃষি পদক ও জাতীয় কৃষি পুরস্কার ১৪২১-১৪২২ পদক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ৯৮ সালের বন্যার সময়ও বলা হয়েছিল যে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে। তখন আমরা বলেছিলাম একজন মানুষও না খেয়ে মরবে না। দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে। আমরা সক্ষমতা সঙ্গেই ওই পরিস্থিতি মোকাবেলা করেছিলাম।
তিনি বলেন, দেশে আরেকটি বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। তবে, বন্যা হলেও তা মোকাবেলা করার জন্য সব রকম প্রস্তুতি সরকারের আছে। দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে। খাদ্যের কোনো সংকট হবে না।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৬, ২০১৭ ১২:০৭ অপরাহ্ণ