২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫০

রপ্তানি আয় বেড়েছে ১.৬৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক:

সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরে সব ধরনের পণ্য রপ্তানিতে বাংলাদেশের আয় হয়েছে ৩ হাজার ৪৮৩ কোটি ৫০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার বা প্রায় ২ লাখ ৮২ হাজার ৯৭০ কোটি টাকা। যা এর আগের ২০১৫-১৬ অর্থবছরে রপ্তানি আয়ের তুলনায় ১ দশমিক ৬৯ শতাংশ বেশি। ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৩ হাজার ৪২৫ কোটি ৭১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) জুলাই মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে সব ধরনের পণ্য রপ্তানিতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল মোট ৩ হাজার ৪২৫ কোটি ৭১ লাখ ৮০ হাজার ডলার। ২০১৬-১৭ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩ হাজার ৭০০ কোটি ডলার।

২০১৬-১৭ অর্থবছরের জুন মাসে পণ্য রপ্তানিতে মোট আয় হয়েছে ৩০৪ কোটি ৪৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বা প্রায় ২৪ হাজার ৭৪৮ কোটি টাকা। যা ওই মাসের রপ্তানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় ১৬ দশমিক ৫২ শতাংশ কম। সদ্য সমাপ্ত অর্থবছরের শেষ মাসে ৩৬৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

২০১৫-১৬ অর্থবছরের জুন মাসে পণ্য রপ্তানিতে মোট আয় হয়েছিল ৩৫৯ কোটি ২৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ ২০১৫-১৬ অর্থবছরের জুন জুন মাসের তুলনায় ২০১৬-১৭ অর্থবছরের জুন মাসে পণ্য রপ্তানি আয় ১৫ দশমিক ২৭ শতাংশ কমেছে।

২০১৬-১৭ অর্থবছরে তৈরি পোশাক খাতের পণ্য রপ্তানিতে আয় হয়েছে ২ হাজার ৮১৪ কোটি ৯৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এই খাতের রপ্তানি আয় আগের অর্থবছরের তুলনায় শূন্য দশমিক ২০ শতাংশ বেড়েছে। এর মধ্যে নিটওয়্যার খাতের পণ্য রপ্তানিতে ১ হাজার ৩৭৫ কোটি ৭২ লাখ ৫০ হাজার ডলার এবং ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে ১ হাজার ৪৩৯ কোটি ২৫ লাখ ৯০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

এছাড়া বছরের ব্যবধানে হিমায়িত ও জীবিত মাছ রপ্তানি আয় ১ দশমিক ৯৮ শতাংশ কমেছে। অন্যদিকে বছরের ব্যবধানে রপ্তানি আয় বাড়ার তালিকায় রয়েছে পাট ও পাটজাত দ্রব্য, হোম টেক্সটাইল পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, রাবার, প্লাস্টিক পণ্য, ক্যামিকেল পণ্য ইত্যাদি।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ১০, ২০১৭ ৮:২৭ অপরাহ্ণ