শিল্প–সাহিত্য ডেস্ক:
বিশ্ববিখ্যাত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক এ আর রাহমান ১৮তম আইফা উৎসব মাতাতে যাচ্ছেন। আগামী ১৪ জুলাই নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) আয়োজিত অনুষ্ঠানে গান গাইবেন এ আর রাহমান ও তার দল।তবে এবারের পরিবেশনা এর আর রাহমানের জন্য একটু বিশেষ গুরুত্বপূর্ণ। গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন অস্কারজয়ী এ সঙ্গীত পরিচালক। এর মাধ্যমে চলতি বছর সঙ্গীত ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি হতে যাচ্ছে এ খ্যাতিমান শিল্পীর। এছাড়া সঙ্গীত ভুবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে এ তারকার ‘ইয়েসটারডে, টুডে, টুমোরো’ শিরোনামের সঙ্গীত ভ্রমণ। গণমাধ্যাম জানায়, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ আর রাহমান বলেন নিউইয়র্কের কনসার্টটি আমার সঙ্গীত ক্যারিয়ারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এ বছরই সঙ্গীত ভুবনে ২৫ পূর্ণ হলো আমার। দীর্ঘ এ যাত্রায় আমি যাদের পাশে পেয়েছি তাদের ধন্যবাদ জানাই। আমি অত্যন্ত আনন্দিত যে, সবার ভালবাসায় এত বছর পার করেছি। তিনি আরও বলেন, আইফা বরাবরই ভারতীয় সংস্কৃতিকে দেশের বাইরে চমৎকারভাবে তুলে ধরেছে। আইফার অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পেয়ে খুবই ভাল লাগছে। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ আয়োজনে আরও গাইবেন পাঞ্জাবী অভিনেতা ও সঙ্গীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ। ‘রোজা’, ‘তাল’, ‘বোম্বে’, ‘সøামডগ মিলিওনিয়ার’ সহ অসংখ্য চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রাহমান। দুইবার অস্কারজয়ী এ সঙ্গীত তারকার ঝুলিতে রয়েছে গোল্ডেন গ্লোব, গ্র্যামি এ্যাওয়ার্ড, বাফটাসহ অসংখ্য নামী দামী পুরস্কার। ভারতে পদ্মশ্রী, ফিল্মফেয়ার ও জাতীয় পুরস্কারসহ জিতে নিয়েছেন একাধিক পুরস্কার।