২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৩৪

মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আরও ২ দিন থেমে থেমে বৃষ্টি হবে :আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক:

দেশব্যাপী মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী দুইদিন থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময়ে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়। এদিকে ভারী বর্ষণের কারণে দেশের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কার কথা জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে অধিদফতর। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বুধবার সকালে জানান, দেশের আকাশে মৌসুমী বায়ু সক্রিয়। আগামী দুইদিন দেশব্যাপী থেমে থেমে বৃষ্টিপাত হবে। ৭২ ঘণ্টা পর আবহাওয়ার উন্নতি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের কথাও বলেন এ আবহাওয়াবিদ। এছাড়া আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত রাজধানীতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের সবচেয়ে বেশি ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে। এদিকে মঙ্গলবার রাত থেকে থেমে থেমে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা ও যানজটের সৃষ্টি হয়েছে। এতে সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, অফিসগামী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আর রাজধানীবাসীর ভোগান্তির সুযোগ নিয়ে বাড়তি ভাড়া হাঁকাচ্ছেন রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চালকরা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৫, ২০১৭ ১২:১২ অপরাহ্ণ