২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৩

আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ-ভাঙচুর-লুটপাট

নিজস্ব প্রতিবেদক:

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের দুই নেতার নেতৃত্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র সংঘর্ষ, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিপক্ষের সদস্যরা ৩ টি গ্রামের বাড়িঘরে ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ  ৭৫ রাউন্ড রাবার বুলেট ও ৫৫ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মান্নান ও বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান শিকদার এর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল্ ।গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মান্নান  সকাল ৯টার সময় নিজ বড়ি থেকে মাগুরা যাবার পথে কালুকান্দি নামক স্থানে প্রতিপক্ষ মিজানুর রহমান শিকদারের সমর্থকদের হামলার শিকার হয়ে গুরুতর জখম হন। এ ঘটনার জের ধরে আব্দুল মান্নানের সমর্থকরা দুপুরের পর জোটবদ্ধ হয়ে ফিরোজ শিকদার, গৌরাঙ্গ, আকমল হোসেন, শুকুর আলী ও নঈম মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এছাড়াও এলাকার বেশ কিছু বাড়িঘরে হামলা ও ভাংচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭৫ রাইন্ড রাবার বুলেট ও ৫৫ রাইন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। এঘটনায় ১০ জন আহত হয়। এব্যাপরে মহম্মদপুর থানায় মামলা হয়েছে।
এ খবর লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পাহারা দিচ্ছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৩০, ২০১৭ ১১:৫৭ পূর্বাহ্ণ