২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৫১

কোচের পদ থেকে সরে দাঁড়ালেন গ্রাহাম ফোর্ড

স্পোর্টস ডেস্ক:

অনিল কুম্বলের পর এবার কোচের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন শ্রীলঙ্কান কোচ গ্রাহাম ফোর্ড। এর ফলে আগামী ৩০ জুন থেকে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ফিল্ডিং কোচ নিক পোথাসকে। খবর ক্রিকবাজের।

গত বছরের ফেব্র“য়ারিতে চার বছরের চুক্তিতে দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকান কোচ গ্রাহাম ফোর্ড। তবে ইংল্যান্ডে সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ফল করতে না পারায় ১৫ মাস না পেরোতেই সরে দাঁড়ালেন তিনি। তার অধীনে অস্ট্রেলিয়াকে ৩-০ তে টেস্টে হোয়াইটওয়াশ করেছিল লঙ্কানরা। তবে, টি-টোয়েন্টি বিশ্বকাপ আর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফর্ম করেছে তার শিষ্যরা।

এছাড়া, মাঝে দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্টে ৩-০’তে হোয়াইটওয়াশ হওয়ার পাশাপাশি ৫ ম্যাচ ওয়ানডের কোনোটিতেই জেতেনি লঙ্কানরা। তার অধীনে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষেও প্রথমবারের মতো টেস্টে হার লঙ্কানরা।

কিছু দিন আগে ভারতীয় কোচের পদ থেকে সরে দাঁড়ান দেশটির সাবেক তারকা স্পিনার অনিল কুম্বলে। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মতবিরোধের কারণেই তিনি নিজেকে সরিয়ে নেন।

 

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৪, ২০১৭ ১০:২২ পূর্বাহ্ণ