১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:১০

কারাগারে হাজতির বিয়ে

নারী ও শিশু নির্যাতন মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর এক হাজতির বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে কারাগারের অফিস কক্ষে তাদের বিয়ে সম্পূর্ণ হয়।

সত্যতা নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার জাহানার বেগম জানান, উচ্চ আদালতের (হাইকোর্টের) নির্দেশে ওই বিয়ের আয়োজন করা হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এবং বর ও কনের পরিবার সূত্রে জানা গেছে, গত প্রায় দুই বছর আগে গাজীপুরের শ্রীপুর উপজেলার চিনাশুখানিয়ার আব্দুল হকের ছেলে মো. স্বপন একই এলাকার আব্দুল কাদিরের মেয়ে আয়েশা খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এক পর্যায়ে আয়শা খাতুন গর্ভবর্তী হয়ে পড়েন। আয়েশা বিষয়টি স্বপনকে জানালে স্বপন তা অস্বীকার করে। পরে আয়শা খাতুন শ্রীপুর থানায় মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এদিকে এক বছর আগে আয়েশার ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম জানান, স্বপন ওই মামলায় গ্রেপ্তারের পর ২০১৮ সালের ১৮ ডিসেম্বর থেকে কারাগারে বন্দি রয়েছে। বিয়ের সময় বর ও কনের বাবা-মা, তাদের এক বছরের ছেলে ও পরিবারের আরো কয়েকজন উপস্থিত ছিলেন।

প্রকাশ :ফেব্রুয়ারি ১৬, ২০২০ ৬:৪৮ অপরাহ্ণ