১৯শে মে, ২০২৪ ইং | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৮

সিএএ বিরোধী সমাবেশে মুম্বাইয়ে হাজার হাজার জনতা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পার্লামেন্টে অবিলম্বে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি), সংশোধিত নাগরিক আইন (সিএএ), জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) বাতিলের দাবিতে মুম্বাইয়ের বিখ্যাত আজাদি ময়দানে আয়োজিত সমাবেশে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, গতকাল শনিবার ‘মহা-মর্চা’ শিরোনামে আয়োজিত ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সিএএ, এনআরসি ও এনপিআর বিরোধিতায় গঠিত ন্যাশনাল অ্যালায়েন্সের মহারাষ্ট্র শাখা সমাবেশের আয়োজন করে। মুম্বাইয়ের বিভিন্ন প্রান্ত থেকে পুরুষদের পাশাপাশি প্রচুর নারীও সমাবেশ স্থলে আসে।

সমাবেশে বক্তারা বিখ্যাত উর্দু কবি ফয়েজ আহমেদ ফয়েজের উর্দু কবিতা ‘হাম দেখেঙ্গে’ পাঠ করেন। বর্তমানে দেশটিতে সিএএ বিরোধী আন্দোলনে ‘হাম দেখেঙ্গে’ প্রধান কবিতা হয়ে ওঠেছে।

সিএএ, এনআরসি, এনপিআর বিরোধী স্লোগানের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র বিরুদ্ধে স্লোগান দেয়া হয়।

সমাবেশে দেশটির অবসরপ্রাপ্ত বিচারক কোলসি পাটিল, সমাজকর্মী তিস্তা সেতাল, অভিনেতা সুশান্ত সিং, সমাজবাদী দলের নেতা আবু অসিম আজমিসহ প্রমুখ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

সম্প্রতি ভারতজুড়ে সিএএ, এনআরসি, এনপিআরের বিরুদ্ধে প্রধান বিরোধী দল কংগ্রেসসহ সাধারণ মানুষ তীব্র আন্দোলন করছে।

প্রকাশ :ফেব্রুয়ারি ১৬, ২০২০ ৬:২১ অপরাহ্ণ