২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২৪

বুধবার সকাল সন্ধ্যা অবরোধ ডেকেছে ইউপিডিএফ

রাঙ্গামাটি প্রতিনিধি :

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অস্ত্রের মুখে অপহণের প্রতিবাদে বুধবার খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ইউপিডিএফ সমর্থিত তিন পাহাড়ি সংগঠন। সোমবার দুপুর ১২টায় হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দ্বিতীয়া চাকমা স্বাক্ষরিত যৌথ এক বিবৃতিতে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ডাক দেয় গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।

বিবৃতিতে দ্বিতীয়া চাকমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী, দাগী-খুনি ও বিভিন্ন মামলার পলাতক আসামি তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা ও তার সহযোগীদের গ্রেফতার এবং সন্ত্রাসী কর্তৃক অপহৃত হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়া সোনা চাকমাকে উদ্ধারের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে। বিবৃতিতে তিনি খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার সর্বস্তরের জনগণ এবং প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে এই কর্মসূচি সফল করতে সহযোগিতা করার অনুরোধ জানান।

তিনি আরো জানান, রোববার সকাল সোয়া ৯টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকার গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্ম সিং চাকমার বাড়ি লক্ষ্য করে গুলি চালায় মুখোশপরা সস্ত্রাসীরা। এসময় তারা গণতান্ত্রিক যুব ফোরাম ও পিসিপি’র দুই নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে যুব ফোরামের রাঙ্গামাটি জেলা আহ্বায়ক ধর্মশিং চাকমা পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। মুখোশ পরা সন্ত্রাসীরা এসময় ছাত্রদের একটি মেসে আগুন ধরিয়ে দেয় এবং হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ১৯, ২০১৮ ২:২৫ অপরাহ্ণ