১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:৩৭

বইমেলায় ‘শাওনের বয়ানে হুমায়ূন

শিল্পসাহিত্য ডেস্ক:

বেশ আগেই হুমায়ূন আহমেদকে নিয়ে বই প্রকাশের ঘোষণা দিয়েছিলেন স্ত্রী মেহের আফরোজ শাওন। সেই বই এখন পাওয়া যাচ্ছে একুশে বইমেলায়।

‘শাওনের বয়ানে হুমায়ূন’ শিরোনামের বইটির লেখক শোয়েব সর্বনাম। এর দুই মলাটের মাঝে হুমায়ূন আহমেদের অপ্রকাশিত চিঠি, চিরকুট, ফটোগ্রাফ ও বিরল লেখাপত্রসহ থাকছে মেহের আফরোজ শাওনের খোলামেলা সাক্ষাৎকার।

বইটি প্রকাশ করেছে অবসর প্রকাশনী। মেলায় প্রতিষ্ঠানটির প্যাভিলিয়নে ২৫০ টাকা মূল্যের ‘শাওনের বয়ানে হুমায়ূন’ পাওয়া যাচ্ছে।

এ প্রসঙ্গে রচয়িতা শোয়েব সর্বনাম গণমাধ্যমকে জানান, এই বইটিতে হুমায়ূন আহমেদের জীবনের অনেক অপ্রকাশিত গল্প তুলে আনা হয়েছে, যা কৌতুহলি পাঠকদের অনেক প্রশ্নের উত্তর দেবে।

সর্বশেষ অক্টোবরে মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’। চলচ্চিত্রটি হুমায়ূনের ‘জীবনী নির্ভর’ এমন বিতর্ক রয়েছে বছর দুয়েক ধরে। এমনকি ‘এটি হুমায়ূনের বায়োপিক, এর মধ্যে হুমায়ূনকে ছোট করা হয়েছে’ দাবি করে শাওন ছবিটি নিয়ে অভিযোগও করেন। ওই সময় সিনেমাটির অনাপত্তি স্থগিত করা হয়। পরে কাটছাটের পর মুক্তি পায়। ওই সময় হুমায়ূনকে নিয়ে বই প্রকাশের খবর জানান শাওন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০১৮ ১২:৫৭ অপরাহ্ণ