১৪ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:৩৪

শুধু মেসিকে নিয়ে ভাবছে না চেলসি

স্পোর্টস ডেস্ক:

বর্তমান সময়ের সেরা তারকা মেসি। যে কোন সময় বদলে দিতে পারেন ম্যাচের ভাগ্য। তবে শেষ ষোলোতে বার্সার বিপক্ষে মাঠে নামার আগে শুধু মেসিকে নিয়ে ভাবছেন না চেলসি কোচ। চেলসি কোচ আন্তোনিও কন্তে বলেন, ‘আমাদের প্রতিপক্ষ সময়ের সেরা এক দল। তাই তাদের বিপক্ষে আমাদের সেরাটা দেয়ার সঙ্গে সঙ্গে তাদের কেউ থামানো জন্য সঠিক পরিকল্পনা প্রয়োগ করতে হবে।’

ম্যাচটা যে খুব একটা সহজ হবে না, তা জানিয়ে চেলসি আরও বলেন, ‘খেলাটা সহজ হবে না, কারণ আমরা তাদের সম্পর্কে ভালোভাবে জানি। বিশ্বসেরাদের দ্বারা পরিপূর্ণ দল। তবে এই ধরনের ম্যাচে আমরা চ্যালেঞ্জ নিয়ে খেলার জন্য উন্মুখ হয়ে আছি।’

নিজের দলকে সতর্ক করে কন্তে বলেন, ‘মাঠে শুধু মেসিকে থামানোর জন্য মাঠে ব্যস্ত থাকে, সেটা চেলসির জন্যই আত্মঘাতী হবে।’ এদিকে চেলসির বিপক্ষে মেসির পারফরমেন্স খুব একটা ভালো না। আটবার মাঠে নামলেও এখনো গোলের দেখা পায়নি বর্তমান সময়ের অন্যতম সেরা এই তারকা। উল্লেখ্য, চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে আজ রাতে স্টামফোর্ড ব্রিজে চেলসির মুখোমুখি হবে লা লিগার জায়ান্ট বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১.৪৫ মিনিটে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০১৮ ১২:৫৬ অপরাহ্ণ