নিজস্ব প্রতিবেদক:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মজয়ন্তী আজ। এ উপলক্ষে ছায়ানট মিলনায়তনে চলছে দুই দিনের নজরুল উৎসব। গতকাল (বুধবার) এই উৎসব শুরু হয়েছে।
প্রথম দিন ছিল কথন, গান, আবৃত্তিসহ নানা আয়োজন। এদিন সন্ধ্যায় ছায়ানটের ছোটদের দল পরিবেশন করে গান ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’। এরপর স্বাগত বক্তব্য রাখেন ছায়ানটের সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল। বক্তৃতা করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। এছাড়া ছিল নাচ, গান ও আবৃত্তি। ‘আজি রক্ত নিশিভোরে’ গানের সঙ্গে নৃত্যগীত পরিবেশন করে ছায়ানটের বড়দের দল।
একক সঙ্গীতে ডালিয়া নওশীন ‘তোমার বুকের ফুলদানিতে’, মোহিত খান ‘ফুলের জলসায় নীরব কেন কবি’ গানগুলো পরিবেশন করেন। একক আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। সম্মেলিত কণ্ঠে ‘তোরা সব জয়ধ্বনি কর’ গানের মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের আয়োজন।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

