২১শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:২১

টাঙ্গাইলে বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের দেলদুয়ারে বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার ডুবাইল এলাকায় এ মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- মা সাইমা আক্তার (৩৫), মেয়ে তারিনা আক্তার (১৩) ও ছেলে তানভীর আহম্মেদ (৭)।

নিহতদের বাড়ি দেলদুয়ারের নাল্লাপাড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দেলদুয়ার থানার ওসি মোশাররফ হোসেন বলেন, দুই সন্তানকে নিয়ে উপজেলার ডুবাইল এলাকায় হেঁটে রাস্তা পার হচ্ছিলেন মা। এসময় সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। তবে বাসচালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৭ ৫:৪৭ অপরাহ্ণ