২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২১

৮ কার্যদিবস শেষে সূচকে পতন

নিজস্ব প্রতিবেদক:

টানা ৮ কার্যদিবসে ধারাবাহিক উত্থান অব্যাহত থাকার পর বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক কমেছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমলেও ডিএসই’র সার্বিক লেনদেন বেড়েছে।

এদিকে, প্রধান পুঁজিবাজারের সঙ্গে পাল্লা দিয়ে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮টির (৪২.৭২ শতাংশ)। বিপরীতে দর কমেছে ১৬৩টির (৫০.৪৬ শতাংশ)। আর অপরিবর্তিত রয়েছে ২২টি (৬.৮১ শতাংশ) প্রতিষ্ঠানের দর।

দিন শেষে ডিএসইতে ১ হাজার ৩৬৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯ কোটি ৫৪ লাখ টাকা। এ হিসাবে বুধবার লেনদেন বেড়েছে ৩২০ কোটি ২৭ লাখ টাকার বা ৩১ শতাংশ। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসই এক্স ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৯ পয়েন্টে। এর আগে গত ৮ কার্যদিবসে ডিএসই’র প্রধান মূল্য সূচক ২২৭ পয়েন্ট বেড়েছিল।

এদিকে দিন শেষে শরীয়াহ ভিত্তিক মূল্য সূচক ডিএসইএস বেড়েছে ১.৭৮ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক বেড়েছে ৩.৩৯ পয়েন্ট। টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের শেয়ার। এ দিন কোম্পানির ৪৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৪৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক।

লেনদেনে এরপর রয়েছে- দি সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ফরচুন সুজ, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউসিবি ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮২৩ পয়েন্টে। বাজারটিতে ৫৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া ২৬২টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।

 

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৭ ৫:৪৫ অপরাহ্ণ