২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:৩৫

তৃতীয় দিনের খেলা শেষ: অস্ট্রেলিয়া ৩৭৭/৯

ক্রীড়া প্রতিবেদক:

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন বৃষ্টিতে ভেসে যায়। এরপর ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ২ উইকেট হারিয়ে ২২৫ রান করা অস্ট্রেলিয়া আজ আরো ৭টি উইকেট হারিয়েছে। তৃতীয় দিনশেষে তাদের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ৩৭৭ রান। বাংলাদেশের চেয়ে তারা ৭২ রানে এগিয়ে রয়েছে।

প্রথম সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ব্যাটিংয়ে নেমে টেস্ট মেজাজেই এগোচ্ছেন অস্ট্রেলিয়ার দুই বাটসম্যান ওয়ার্নার ও হ্যান্ডসকম্ব। ২৬৪ বল মোকাবিলা করে দেড়শ রানের জুটি গড়েছেন তারা।ওয়ার্নারের সঙ্গে ১৫২ রানের জুটি ভাঙল পিটার হ্যান্ডসকম্বের । নাসির হোসেনের বলে সিঙ্গেলস নিতে গিয়ে ননস্ট্রাইক প্রান্তে থাকা হ্যান্ডসকম্ব‍ উইকেটটি বিলিয়ে দিলেন। ৮২ রান নিয়ে অপরপ্রান্তে থাকা হ্যান্ডসকম্বকে সরাসরি থ্রোতে রানআউট করে সাজঘরে ফেরান সাকিব।

ঢাকার পর চট্টগ্রাম টেস্টেও সেঞ্চুরির দেখা পেলেন ডেভিড ওয়ার্নার। ২০৯ বল খেলে ৫টি চারে সেঞ্চুরি করেন তিনি।টেস্ট ক্যারিয়ারে এটি তার ২০তম সেঞ্চুরি।ওয়ার্নারকে ছাড় দেননি মুস্তাফিজ। দেশসেরা এ কাটারের বলেই ইমরুল কায়েসের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফিরেছেন ওয়ার্নার। ১২৩ রান করা ওয়ার্নারকে লেগ গালিতে দুর্দান্ত এক ক্যাচে সাজঘরে ফেরান ইমরুল।

লাঞ্চের পর ব্যাট করতে নেমে দারুণ অবস্থায় রয়েছে সফরকারীরা। তাইজুলের বলে চার মেরে দলীয় সংগ্রহ ৩০০ ছাড়িয়ে নেন অসি ব্যাটসম্যান কার্টরাইট।অস্ট্রেলিয়া দলের পঞ্চম উইকেটটি পেলেন মিরাজ। এর আগে ক্যাচ মিস করলেও এবার তার বলেই ক্যাচ হয়ে ফিরেছেন কার্টরাইট। স্লিপে সৌম্য সরকারের হাতে ধরা পড়ার আগে ২৮ বলে ১৮ রান করেন কার্টরাইট।

দলীয় ৩৪২ রানের মাথায় মুস্তাফিজের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ম্যাথু ওয়েড। বাঁচার জন্য রিভিউ নিয়েছিলেন তিনি। কিন্তু কাজ হয়নি। ব্যক্তিগত ৮ রান করে আউট হন তিনি। ম্যাথু ওয়েড আউট হওয়ার ৪ রানের মাথায় (দলীয় ৩৪৬) গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরান মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ম্যাক্সওয়েল। তার ব্যাট থেকে এসেছে ৩৮টি রান।

দলীয় ৩৬৪ রানের মাথায় মিরাজের তৃতীয় শিকারে পরিণত হন প্যাট কামিন্স। অবশ্য ফিল্ড আম্পায়ার আউট দেননি। মুশফিক রিভিউ নিয়ে সফল হন। ৪ রান করে ফিরে যান কামিন্স।

বল হাতে সাকিব ৩০তম ওভারে এসে প্রথম উইকেটের দেখা পেলেন। তার প্রথম শিকারে পরিণত হয়েছেন অ্যাস্টন অ্যাগার। তাকে সরাসরি বোল্ড করেন সাকিব। দলীয় ৩৭৬ রানে ব্যক্তিগত ২২ রানে আউট হন অ্যাগার।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৭ ৬:১২ অপরাহ্ণ