চট্টগ্রাম প্রতিনিধি:
রোববার সকাল ৮টায় চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার ফায়ার স্টেশন এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারি চালিত রিকসার এক যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বিষয়টি নিশ্চিত করে বলেন, বায়েজিদ এলাকায় ব্যাটারি চালিত রিকসাকে একটি বাস ধাক্কা দিলে এক যুবক আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

