১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:০৪

কনস্টেবলের বিরুদ্ধে নারী পুলিশকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত আরিফুল নামের কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন এক নারী কনস্টেবল। শনিবার রাত সাড়ে আটটার দিকে শাজাহানপুর থানায় ভুক্তভোগী মামলাটি (মামলা নং-৩৪) করেন।শাজাহানপুর থানার এসআই জায়েদুল ইসলাম জানান, মামলার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারী কনস্টেবলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, কনস্টেবল আরিফুল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মাস আগে মালিবাগের একটি হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করেন। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা জানান, ভুক্তভোগীর অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২০, ২০১৭ ১২:২১ অপরাহ্ণ