১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:১৬

কুমিল্লায় বিষপানে চিকিৎসকের আত্মহত্যা

কুমিল্লা প্রতিনিধি:  

কুমিল্লার চৌদ্দগ্রামে আলমগীর হোসেন (৩২) নামে এক পল্লী চিকিৎসক পরিবারের সঙ্গে অভিমান করে  বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি শনিবার রাতে উপজেলার আমানগন্ডা শালুকিয়া এলাকায় নিজ বাড়িতে আত্মহত্যা করেন। আলমগীর হোসেন উপজেলার আমানগন্ডার শালুকিয়া এলাকায় মৃত ফটিক মিয়ার ছেলে। তিনি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকার পল্লী চিকিৎসক ছিলেন। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল রোববার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন৷ স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, আলমগীর পরিবারের সঙ্গে অভিমান করে রাতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন৷ টের পেয়ে স্বজনরা উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকালে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে ওসি জানান।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ২০, ২০১৭ ১১:২১ পূর্বাহ্ণ