টেকনাফ প্রতিনিধি:
শনিবার রাত ১০টায় টেকনাফে আনা হয় মিয়ানমারের সিটওয়ে শহরে (আকিয়াব) বাংলাদেশ ক্যনসুলেট জেনারেল অফিসে নিয়োজিত কর্মকর্তা মো: হোসাইনের (৪৫) লাশ। পুলিশ পরে সেখানে মৃত্যের স্ত্রীর কাছে লাশটি হস্তান্তর করে । এর আগে রাত ৯টায় বিজিবি ২ ব্যাটলিয়ানের সদর বিওপি কমান্ডার সুবেদার মো: ইব্রাহিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিয়ানমারের মংডু শহরে গিয়ে তার লাশ মিয়ানমার কর্তৃপক্ষের কাছ থেকে গ্রহণ করেন।
বিজিবি ২ ব্যাটলিয়ানের সিও এসএম আরিফুল ইসলাম নাফ নদীর টেকনাফ অংশের বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিতে কঠোর গোপনীয়তার মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করে তার লাশ অ্যাম্বুলেন্সে উঠিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করেন। পরে তার স্ত্রী মৃত্যের গ্রামেরবাড়ি মুন্সীগঞ্জে তার লাশ নিয়ে রওয়ানা হন। পারিবারিক একটি সূত্র নিশ্চিত করেছে বাড়িতে নিয়ে সেখানে জানাজা শেষে দাফনের ব্যবস্থা করা হবে। জানা গেছে, মিয়ানমারে কর্মরত কর্মকর্তা মো: হোসাইন শনিবার ভোর ৪টার সময় মারা যান। তিনি হার্ট অ্যার্টকে মারা গেছেন বলে জানা গেলেও সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি।
বিজিবি ২ ব্যটলিয়ানের উপঅধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, লাশ টেকনাফ সীমান্ত দিয়ে ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের বিশেষ গোয়েন্দা শাখার তথ্য মতে, মো: হোসাইন মিয়ানমারের আকিয়াব শহরের বাংলাদেশ দূতাবাসের সাব অফিসে কর্মরত ছিলেন। এক সন্তানের জনক ওই কর্মকর্তা প্রায় দেড় বছর ধরে সেখানে কর্মরর্ত ছিলেন। তার স্ত্রী রাতে টেকনাফে উপস্থিত থেকে স্বামীর লাশ গ্রহণ করেন ।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

