২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৪৯

আমরণ অনশন প্রত্যাহার জাবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরণ অনশন প্রত্যাহার করা হয়েছে। অনশনের তৃতীয় দিন সোমবার সন্ধ্যায় ক্যাম্পাসের শহীদ মিনারের পাদদেশে উপ উপাচার্য অধ্যাপক আমির হোসেনের নেতৃত্বে কয়েকজন শিক্ষক এসে মামলা প্রত্যাহারের আশ্বাস দিলে অনশন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

এরআগে দুপুরে উপাচার্য, প্রো-উপাচার্য, শিক্ষক লাঞ্ছনা ও উপাচার্যের বাসা ভাঙচুরের প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌন মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকরা। ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’র ব্যানারে মিছিলটি বের হয়। শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষকদের এমন কর্মর্সূচিতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ও সমালোচনার ঝড় ওঠে। এছাড়া সোমবার সকালে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দুপুরে মামলা প্রত্যাহারের চেষ্টায় উপাচার্যের সঙ্গে বৈঠক করে জাবি শিক্ষক সমিতি। কিন্তু বৈঠক ব্যর্থ হলে সন্ধ্যায় আবারও উপাচার্যের সঙ্গে বৈঠক করে শিক্ষক সমিতি। এ বৈঠকের শিক্ষার্থীদের মামলা প্রত্যাহারের আশ্বাস দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও উপাচার্যের বাসভবন ভাঙচুরের অভিযোগ এনে গত ২৭ মে রাতে শিক্ষার্থীদের নামে মামলা করা হয়। ওই মামলা প্রত্যাহারের দাবিতে গত শনিবার থেকে অনশন শুরু করেন ইংরেজি বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী সরদার জাহিদুল ইসলাম, একই বিভাগের তাহমিনা জাহান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪০তম ব্যাচের পূজা বিশ্বাস। পরদিন রোববার সকালে আইন ও বিচার বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী খান মুনতাসির আরমান, রাত সাড়ে ১২টায় দর্শন বিভাগের ৪৫তম ব্যাচের ফয়সাল আহমেদ রুদ্র ও সোমবার বিকেল ৪টার দিকে বাংলা বিভাগের ৪২তম ব্যাচের নাঈমুল আলম মিশু, জার্নালিজম বিভাগের ৪৫তম র‌্যাচের তাসনুভা তাজিন ইভা, নৃবিজ্ঞান বিভাগের ৪৫তম র‌্যাচের রাতুল খালিদ অনশনে যোগ দেন। গত ২৬ মে সড়ক দুর্ঘটনায় জাবির দুই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ তাদের ওপর হামলা করে। হামলায় সাংবাদিকসহ অন্তত ১০-১২ জন আহত হয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসায় অবস্থান ও ভাঙচুর চালালে, বেশকিছু শিক্ষার্থীকে আটক করে নিয়ে যায় পুলিশ। ২৭ মে রাতে ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে সন্ত্রাস ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১৮, ২০১৭ ১২:১৩ অপরাহ্ণ