রংপুর প্রতিনিধি:
শুক্রবার সন্ধ্যায় রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এর আদালতে রংপুরের চাঞ্চল্যকর চারশ অস্ত্রের ভুয়া লাইসেন্স প্রদানকারি সামছুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। দুদকের রংপুর সমন্বয় অফিসের সহকারি পরিচালক আতিকুর রহমান জানান, রংপুর ডিসি অফিসের জিএম শাখা থেকে জেলা প্রশাসকের সই জাল করে ও ভূয়া পুলিশ ভেরিফিকেশন দিয়ে ব্যাকডেটে ভূয়া কাগজপত্র তৈরি করে চারশ অস্ত্রের লাইসেন্স প্রদানকারী সামসুল ইসলাম। তার নামে মামলা করে দুদক। ৬ জুলাই সামসুলকে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-১৩। প্রথমে ৫ দিন পরে আবারো তিনদিন রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে শুক্রবার সন্ধ্যায় সামছুল আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়।২০০৩ সাল থেকে ২০১৫ সালের মধ্যে সামসুল ও তার সিন্ডিকেট রংপুর ডিসিদের সই জাল করে ব্যাকডেটে ৪০০ বেশী আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়।
মো: গোলাম আযম সরকার,