১৬ই এপ্রিল, ২০২৫ ইং | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:০৪
ব্রেকিং নিউজ

চট্টগ্রামে তিন যানবাহনের সংঘর্ষ, চারজন নিহত

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় তিন যানবাহনের সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১২ জন। আজ রোববার দুপুর ২টার দিকে উপজেলার সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, যাত্রীবাহী লেগুনার সঙ্গে পিকআপ ভ্যান ও মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর তিনটি গাড়িই খাদে পড়ে যায়।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শায়রুল ইসলাম জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন মারা যায়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরো একজন। নিহতদের মধ্যে একজন নারী। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জুলাই ১৬, ২০১৭ ৫:৫৪ অপরাহ্ণ