২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:২৪

রাজীব গান্ধী ৬ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গুলশানের হলি আর্টিজান হামলার অন্যতম আসামি জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধীকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ধানমণ্ডি থানার সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সোমবার তাকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন কাউন্টার টেরোরিজমের উপ-পরিদর্শক রফিক উদ্দিন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ১ নভেম্বর রাজধানীর ধানমণ্ডির থানাধীন রাইফেল স্কয়ায়ের সামনে ১০/১২ জন আসামি নাশকতার পরিকল্পনা করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে দুই আসামি পুলিশের হাতে ধরা পড়ে এবং অপর আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউন্টার টেরোরিজমের উপ-পুলিশ পরিদর্শক মোদ্দাসের কায়সার বাদী হয়ে ধানমণ্ডি থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় দেশের ইতিহাসের ভয়াবহ জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ দেশি-বিদেশি ২২ নাগরিক প্রাণ হারান। নিহতদের মধ্যে একজন ভারতীয়, ৯ জন ইতালীয়, সাতজন জাপানি নাগরিক এবং বাকিরা বাংলাদেশি। প্রায় ১২ ঘণ্টার ওই ‘জিম্মি সংকট’ শেষ হয় সেনাবাহিনীর কমান্ডো অভিযান ‘অপারেশন থান্ডারবোল্ট’ দিয়ে।

অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্টুরেন্টের বাবুর্চি সাইফুল ইসলাম চৌকিদার নিহত হন। নিহত জঙ্গিরা হলেন- নিবরাস ইসলাম, মীর সামিহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ, খায়রুল ইসলাম পায়েল ও শফিকুল ইসলাম উজ্জ্বল ওরফে বিকাশ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১০, ২০১৭ ৩:২০ অপরাহ্ণ