নিজস্ব প্রতিবেদক:
৩৮তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১০ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীদের bpsc.teletalk.com.bd বা bpsc.gov.bd ওয়েবসাইটে দেয়া বিপিএসসি-১ ফরম পূরণ করে আবেদন করতে হবে। তবে মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার আবেদন ফি ১৬ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত জমা দেওয়া যাবে।
এদিকে এবারই প্রথম বিসিএসের আবেদনে জাতীয় পরিচয়পত্র নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। তাই অনলাইন আবেদনের সময় জাতীয় পরিচয়পত্র সাথে রাখতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকা। তবে প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ফি লাগবে ১০০ টাকা।
উল্লেখ্য, গত ২০ জুন সাধারণ ক্যাডারে ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ৯৫৫টিসহ মোট ২৪ ক্যাডারে দুই হাজার ২৪টি শূন্য পদে নিয়োগের জন্য ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
দৈনিক দেশজনতা /এমএইচ