১০ই এপ্রিল, ২০২৫ ইং | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৫২
ব্রেকিং নিউজ

নওগাঁয় সুখিয়া রাণী রবিদাসকে ধর্ষন ও পিটিয়ে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানব বন্ধন

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় হবিগঞ্জ জেলার শায়েন্তাগঞ্জ থানার সুতাং বাজারের সুখিয়া রাণী রবিদাসকে ধর্ষন ও পিটিয়ে হত্যাকারী শাইলু সহ সকল জড়িত আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।

বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ (বিআরডিসি) নওগাঁ জেলা শাখার আয়োজনে রবিরার সকাল সাড়ে ১১টায় (বিআরডিসি) নওগাঁ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পাপ্পু রবিদাসের নেতৃত্বে শহরের লিটন ব্রিজের মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন, বিআরডিসি নওগাঁ জেলা শাখার সভাপতি রঞ্জন রবিদাস, সাধারন সম্পাদক প্রদিপ রবিদাস, দপ্তর সম্পাদক শিউলিরানী রবিদাস, কোষাদক্ষ পলাশ রবিদাস, রানীনগর উপজেলা বিআরডিসি শাখার সভাপতি বাবু রবিদাস প্রমূখ।
বক্তরা এসময় সুখিয়া রাণী রবিদাসকে ধর্ষন ও পিটিয়ে হত্যাকারী শাইলু সহ সকল জড়িত আসামীদের দ্রুত ফাঁসির দাবি জানান

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ১৯, ২০১৭ ১০:০৪ অপরাহ্ণ