নিজস্ব প্রতিবেদক:
বরিশাল-ঢাকাসহ সব রুটের নৌ চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত সোমবার রাত ৯টায় বরিশাল-ঢাকা সহ সকল রুটে নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারী করে বিআইডব্লিউটিএ। এ কারণে ওই রাতে ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কোন নৌযান ছেড়ে যায়নি।
আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় নৌ চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানান বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু।
দৈনিক দেশজনতা/এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

