১৮ই ডিসেম্বর, ২০২৫ ইং | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:৪৭

এ সরকারের আমলে শুধু মৃত্যুর মিছিল: বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

তিন জেলায় পাহাড় ধসে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ ছাড়া আহতদের উপযুক্ত চিকিৎসার দাবি তুলেছেন তিনি। খালেদা জিয়া বলেন, ‘এ সরকারের আমলে মৃত্যু, মৃত্যু শুধু মৃত্যুর মিছিল। সরকারের লোকজন মহানন্দে বিদেশে ঘুরে বেড়ায়। দেশের মাটির প্রতি তাদের কোনো খেয়াল নেই।’

‘সরকার উন্নয়নের কথা বলে বেড়াচ্ছে। সারাদেশের রাস্তাঘাট দেখলেই বোঝা যাচ্ছে কী উন্নয়ন হচ্ছে।’

মঙ্গলবার লেবার পার্টির ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন।

তিনি বলেন, ‘এই সরকার ক্ষমতায় থাকতে চায়। নির্বাচতে জেতার জন্য যাদের সুবিধা দেওয়ার দরকার তাদের প্রয়োজনের চেয়ে বেশি সুবিধা দিয়ে রেখেছে।’

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১৩, ২০১৭ ৭:৫৩ অপরাহ্ণ