১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৫০

দেশে দুর্নীতি ওপর থেকে নিচ পর্যন্ত ঠেকেছে: খন্দকার মোশাররফ

 

দেশে এখন সব কিছু অস্বাভাবিকভাবে চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন,  ‘দেশে দুর্নীতি ওপর থেকে নিচ পর্যন্ত ঠেকেছে। এই সমাজে আজকে পচন লেগেছে। এই দুর্নীতি আমরা দেখছি, দেশে গণতন্ত্র নেই। যদি সরকার জনগণের ভোটে নির্বাচিত হতো, তাহলে তাদের দায়বদ্ধতা থাকতো। দায়বদ্ধতা না থাকায় যার যা ইচ্ছে সে তাই করছে।’ শনিবার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী’ উপলক্ষে  ‘বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।খন্দকার মোশাররফ  বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বালিশ কেনা ও তুলতে কত টাকা লাগে, সেটা দেখলাম। এখন ফরিদপুর মেডিক্যাল কলেজের পর্দা কেনার দুর্নীতি, এটাকেও হার মানিয়েছে। বর্তমান সরকার একটা অস্বাভাবিক সরকার।’ তিনি বলেন, ‘এক সেট পর্দা কিনতে নাকি ৩৭ লাখ টাকার ওপরে লাগে! কেন? কারণ, সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে ব্যাংকের মাধ্যমে লুট করছে। ব্যাংকলুট হচ্ছে, কোনও বিচার নেই, রিজার্ভ লুট হচ্ছে কোনও বিচার নেই।’

ঋণখেলাপিদের আরও সুযোগ দেওয়া হচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘এখন যারা বালিশ আর পর্দা কেনার দায়িত্বে রয়েছেন, তারা মনে করছেন, গত ১০ বছরে সাড়ে ৬ হাজার কোটি টাকা সুইজ ব্যাংকে গেছে। আমরা কিছু করি না কেন? তো তারা এই বালিশ আর পর্দা কেনার জন্য করছে। এটা জাতি ও দেশের জন্য অত্যন্ত অশনিসংকেত।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, ‘‘ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি ভোটের রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে।’ আমি মনে করি, ডিসেম্বরের ২৯ তারিখ রাতে আওয়ামী লীগ সারা জীবনের জন্য ভোটের রাজনীতি থেকে বিদায় হয়ে গেছে। জণগণের কাছে ভোট চাওয়ার আর মুখ নেই। তারা নিজেরা বিদায় হয়ে গেছে। এটাও ইতিহাসে সত্য, যা মোছা যাবে না।’

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আযাদ প্রমুখ।

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৯ ৫:৫৫ অপরাহ্ণ