২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | সকাল ৬:২০

বোমা বানানোর সময় বিস্ফোরণে তরুণের কব্জি বিচ্ছিন্ন

অনলাইন

মাদারীপুরের কালকিনিতে বোমা বিস্ফোরিত হয়ে মহিউদ্দিন (১৮) নামে এক তরুণের হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, বোমা বানাতে গিয়ে বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত মহিউদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার লক্ষীপুর এলাকার খবির উদ্দিনের ছেলে মহিউদ্দিন দুপুরের দিকে বাড়ির পাশের একটি নির্জন বাগানে বসে বোমা তৈরি করছিলেন। এ সময় একটি বোমা হঠাৎ বিস্ফোরিত হয়। এতে করে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতলে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোফাজ্জেল হোসেন বলেন, বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ওই তরুণের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রকাশ :মে ২৮, ২০১৯ ৯:৪১ পূর্বাহ্ণ