৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১৩

আমন বীজ খাওয়াকে কেন্দ্র করে সংর্ঘষে ১ যুবক নিহত

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের কাহারোলে গরু আমন ধানের চারা খেলে এ নিয়ে সংঘর্ষে ধন্য রাম রায় (১৫) নামে ১ জনের মৃত্যু হয়েছে। ধন্য রাম রায় উপজেলার তারগাঁও ইউনিয়নের বিরলী গ্রামের মৃত নন্দী রায়ের ছেলে।
শনিবার দুপুর ১২টায় পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

নিহতের মা পরণা রানী রায় জানান, শুক্রবার বিকেলে তাদের আমন ধানের চারা একই ইউনিয়নের তারাপুর গ্রামের মৃত ফজলুর ছেলে শাহাজাহান আলীর গরু খেয়ে ফেলে। আমরা গরুটি আটক করলে শাহাজাহান আলী, তার ভাই আব্দুল জব্বার, মোঃ আবুল কালাম ও তাজুলের ছেলে আনোয়ার হোসেন (আনু) জোরপুর্বক গরুটি ছাড়িয়ে নিতে আসে। এসময় আমরা বাধা দিলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার ছেলে বাধা দিলে তারা আমার ছেলেকে বেধড়ক পিটিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে রাত সাড়ে ৮ টায় মারা যায়।
কাহারোল থানার ওসি (তদন্ত) মোঃ মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৩, ২০১৭ ৭:৩৯ অপরাহ্ণ