নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে শ্রমিক ও কর্মকর্তাদের সঙ্গে আন্দোলনকারী শ্রমিক ও গ্রামবাসীর সংর্ঘষে ২০ জন আহত হয়েছেন।
শ্রমিক-কর্মচারী ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসীরা ডাকা ধর্মঘটের তৃতীয় দিন মঙ্গলবার সকাল ৯টার সময় খনিতে প্রবেশ করা নিয়ে সংর্ঘষের এ ঘটনা ঘটে। আহত শ্রমিক ও কর্মকর্তাদেরকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খনি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে আন্দোলনকারী ও খনির কর্মকর্তা কর্মচারীরা খনি গেটের দুই পাশে লাঠিসোঠা নিয়ে অবস্থান করছে। যে কোনো সময় বড় ধরণের সংর্ঘষের ঘটনা ঘটতে পারে।
প্রসঙ্গত, বড়পুকুরিয়া শ্রমিক কর্মচারী ইউনিয়নের অর্গানোগ্রাম অনুযায়ী আউট সোসিং শ্রমিকদের স্থায়ী নিয়োগ প্রদান, বকেয়া ৯ মাসের বেতন-ভাতা, প্রফিট বোনাস, ফেস বোনাসসহ বিভিন্ন ভাতা প্রদানসহ ১৩ দফা ও খনির কারণে ক্ষতিগ্রস্থ ২০ গ্রামের সমন্বয় কমিটির ৬ দফা দাবিতে অনিদিষ্ট কালর জন্য ধর্মঘট চালিয়ে আসছে।
দৈনিক দেশজনতা/এন এইচ