সিরাজগঞ্জ প্রতিনিধি:
বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অধিকার নিশ্চিতকরণসহ ৪ দফা দাবিতে সিরাজগঞ্জে ধর্মঘট শুরু করেছে শিক্ষার্থীরা। সারাদেশের মতো রোববার সকাল ৯টা থেকে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জের আয়োজনে স্বাধীনতা স্কয়ারে এই ধর্মঘট কর্মসূচি শুরু হয়।
এতে সিরাজগঞ্জ সরকারি ম্যাটস্, টি.এস ম্যাটস, এ.এস.আই ম্যাট্স, ল্যাব কেয়ার ম্যাট্স, এস.এম. ম্যাটসের দুই শতাধিক শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেয়। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ শাখার সভাপতি মো. জাকারিয়া, সাধারণ সম্পাদক রেজা.এ. রাব্বি, বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সরকারি ম্যাট্স শাখার সভাপতি বায়েজিদ, সাধারণ সম্পাদক ইউনুস আলী, মো. রাজীব, জুয়েল, আসাদ, রাসেল প্রমুখ।
এ সময় ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মোতাবেক ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার অধিকার নিশ্চিত, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে ১০ম গ্রেডে নিয়োগ ও বেসরকারি ক্লিনিক-হাসপাতালে ম্যাটস থেকে পাসকৃত ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি ও বাস্তবায়ন এবং ইন্টার্নশিপে ভাতা প্রদানের দাবি জানানো হয়।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

