১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:৩৩

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা, ময়মনসিংহ, খুলনা, সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

গতকাল (মঙ্গলবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ময়মনসিংহ ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নিকলি ১৯ মিলিমিটার। আজ (বুধবার) ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২৫, ২০১৮ ১১:৩৮ পূর্বাহ্ণ