অনলাইন ডেস্ক:
দিনাজপুরের কাহারোল উপজেলার রামপুর নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় ২ জন নিহত ও অপর ৪ জন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলার রামপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বারপাটিয়া গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের স্ত্রী জয়নব বেগম (৫৫) ও চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের গচাহার মৃত আব্দুল জব্বারের ছেলে মাছ ব্যবসায়ী মো. মাজেদুর রহমান (৩২)।
এ ঘটনায় আহত হয়েছেন কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের গড়মল্লিকপুর গ্রামের সুশিল বর্ষের ছেলে পলাশ বর্ষ (২৫), একই ইউনিয়নের কান্তনগর গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে মো. জামিরুল (১২), দ্বীপ নগর গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. সালমান (২৪), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ছোট বেগুনবাড়ি গ্রামের মো. জয়লানের ছেলে মো. রফিুকল ইসলাম (২৪)।
এদিকে সোমবার দুপুরে দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাইসা আক্তার (৭) নামের এক শিশু নিহত হয়েছে।
মাইসা আক্তার ফুলবাড়ী উপজেলার বেতদিঘী গ্রামের মো. হারুনের মেয়ে ও বেতদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
দৈনিক দেশজনতা /এমএম