নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কাফরুলে সাবেক পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুর উদ্দিনের ছেলে পিপলস ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র মহিউদ্দিন মিশু হত্যা মামলায় পাঁচজনকে ফাঁসি এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আতাউর রহমান। একই সঙ্গে তিন আসামিকে খালাস দেয়া হয়েছে।
সোমবার (২৯ মে) দুপুরে এ রায় ঘোষণা করা হয়।
দণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা আসামিরা হলেন- হুমায়ুন কবির, আবুল কালাম, তরিকুল ইসলাম, ইসহাক ও কালাম। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হাসেম, রাজা ও বাদশা।
২০০৬ সালের ১৯ মে আসামিরা মিশুকে অপহরণ করে পাবনা জেলার আতাইকুলা গ্রামে নিয়ে যায়। এরপর তারা মিশুর পরিবারের কাছে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। কিন্তু মিশুর পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে হত্যা করে।
ওই ঘটনায় ২০০৬ সালের ১৩ জুলাই কাফরুল থানায় মিশুর বাবা নুর উদ্দিন মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০০৭ সালের ৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন ডিবি পুলেশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান।
দৈনিক দেশজনতা/এমএম
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

