নিজস্ব প্রতিবেদক:
কলিম উদ্দিন আহমেদ মিলনকে সভাপতি ও নুরুল ইসলাম নুরুলকে সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জ জেলা বিএনপি, মো: সাইফুল ইসলামকে সভাপতি ও রইচ আহমেদকে সাধারণ সম্পাদক করে রংপুর জেলা বিএনপি, মো: মোজাফফর হোসেনকে সভাপতি ও সহিদুল ইসলাম মিজুকে সাধারণ সম্পাদক করে রংপুর মহানগর বিএনপি, কৃষিবিদ সামছুল আলম তোফাকে সভাপতি ও অ্যাড. ফরহাদ ইকবালকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল জেলা বিএনপি এবং এম নাসের রহমানকে সভাপতি ও মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক করে মৌলভীবাজার জেলা বিএনপি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২৬ মে) এসব কমিটি অনুমোদন করেন। বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দৈনিক দেশজনতা/এমএম