নিজস্ব প্রতিবেদক:
অকল্যান্ডের ইডেন পার্কে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪৩ রান করেছিল নিউজিল্যান্ড। বুধবার সেই মাঠেই ফাইনালে একই প্রতিপক্ষের বিপক্ষে প্রথমে ব্যাট করে রস টেইলরের প্রায় একার লড়াইয়ের ওপর দাঁড়িয়ে ১৫০ রান করেছে কিউইরা। ট্রান্স-তাসমান সিরিজের শিরোপা জিততে হলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৫১ রান।
এদিন টসে জিতে প্রথমেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। মার্টন গাপটিল ও কলিন মুনরোর সৌজন্যে শুরুটাও দুর্দান্ত হয়েছিল। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৪.৩ ওভারে ৪৮ রান তুলে ফেলেন এ দু’জন। তবে ১৫ বল খেলে ১টি ছয় ও ২টি চারে সাজিয়ে ব্যক্তিগত ২১ রানে গাপটিল ফিরে গেলে উইকেটে ধ্বস নামে নিউজিল্যান্ডের। এরপর দলীয় ৫৯ রানে অন্য ওপেনার মুনরোও (২৯) ফিরে যান। মুনরোর পর দ্রুতই ফিরে যান অধিনায়ক উইলিয়ামসন (৯) ও মার্ক চ্যাপম্যান (৮)।
তবে টেইলর একপ্রান্ত ধরে খেললেও অন্যপ্রান্তে নিয়মিত বিরতিতেই উইকেট পড়তে থাকে। সবশেষ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মোটামুটি সম্মানজনক একটি রানে পৌঁছায় নিউজিল্যান্ড। টেইলর ৪৩ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাস্টন এগার ২৭ রানে ৩ উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন কেন রিচার্ডসন ও অ্যান্ড্রু টাই।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ১৫০/৯ (২০ ওভার) (গাপটিল ২১, মুনরো ২৯, টেইলর ৪৩*, গ্র্যানডম ১০, সোধি ১৩; রিচার্ডসন ২/৩০, টাই ২/৩০,এগার ৩/২৭)।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

