স্পোর্টস ডেস্ক:
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসর শুরু হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। তবে ইনজুরির কারণে টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার পাকিস্তান সুপার লিগের অফিসিয়াল টুইট বার্তায় একথা জানানো হয়েছে। এতে বলা হয়, হাতের ইনজুরির কারণে সাকিব টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। প্রসঙ্গত, পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে খেলার কথা।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

