১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:২১

শ্রীপুরে ২০০ ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুরে ২০০টি ইয়াবাসহ ওয়াজেদ আলী হীরা নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওয়াজেদ ময়মনসিংহ সদর উপজেলার কাউলতিয়া গ্রামের রজব আলীর ছেলে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, ওয়াজেদ কক্সবাজারের ১নং সমিতি পাড়া এলাকায় বাস করেন। সেখান থেকে ইয়াবা এনে শ্রীপুরের মাওনা এলাকার পল্লী বিদ্যুৎ মোড়ে মাদকসেবীদের কাছে ইয়াবা বিক্রি করেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আজ ওই মোড়ে অবস্থান নেয়। পরে ওয়াজেদের চলাফেরায় সন্দেহ হলে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ২০০ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২৩, ২০১৮ ৪:১০ অপরাহ্ণ