১২ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:১৭

ঠাকুরগাঁওয়ে তেলমিলের মেশিনে পেঁচিয়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে সরিষার তেল মিলের মেশিনে পেঁচিয়ে মাসুম ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে শহরের কলেজপাড়ায় ইএসডিও অরণি সরিষার তেল মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের আবু বক্করের ছেলে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাসুম ইসলাম সরিষার তেল মাড়াইয়ের মেশিনে পড়ে গিয়ে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ৭, ২০১৮ ১০:২৭ পূর্বাহ্ণ