২৩শে এপ্রিল, ২০২৫ ইং | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:২৪
ব্রেকিং নিউজ

এবারের হজ চুক্তি ১৪ জানুয়ারি

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে ২০১৮ সালের হজ চুক্তি আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনে আজ বুধবার অনুষ্ঠিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়। এটি ছিল দশম জাতীয় সংসদে এ কমিটির ধর্ম বিষয়ক ৩১তম বৈঠক। কমিটির এ বৈঠকে চিহ্নিত প্রতারক হজ এজেন্সিগুলো যাতে হাজী পাঠাতে না পারে- তা নিশ্চিত করার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি বজলুল হক হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা, এ.কে.এম.এ আউয়াল (সাইদুর রহমান), সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, মো. মকবুল হোসেন এবং মোহাম্মদ আমির হোসেন অংশগ্রহণ করেন।

কমিটি চিহ্নিত প্রতারক হজ এজেন্সিগুলো যাতে হাজী পাঠাতে না পারে- তা নিশ্চিত করার সুপারিশ করে। বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস

দৈনিক দেশজনতা /এন আর

 

 

 

প্রকাশ :জানুয়ারি ৩, ২০১৮ ৭:০৩ অপরাহ্ণ