১৪ই এপ্রিল, ২০২৫ ইং | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:২২
ব্রেকিং নিউজ

এনবিআর চেয়ারম্যান হলেন মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিবেদক:
মোশাররফ হোসেন ভূঁইয়াকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে পদ্মা সেতু প্রকল্প নিয়ে জটিলতার সময় সেতু বিভাগের সচিব ছিলেন তিনি।
চাকরির মেয়াদ শেষে অবসরে যাওয়া এই কর্মকর্তাকে দুই বছরের চুক্তিতে এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি মো. নজিবুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব নজিবুর গত ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর মুখ্য সচিবে হিসেবে নিয়োগ পান।
দৈনিক দেশজনতা /এন আর
প্রকাশ :জানুয়ারি ৩, ২০১৮ ৬:৫৮ অপরাহ্ণ