নিজস্ব প্রতিবেদক:
ঢাকার কারওয়ান বাজারের রেললাইন বস্তিতে আগুন লেগে প্রায় ১০০ ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনে ফায়ার সার্ভিস জানায়, কেউ হতাহত হননি। রান্নার সময় হঠাৎ আগুন দেখতে পান বলে জানিয়েছেন বস্তির এক বাসিন্দা। সোমবার দুপুর ১২টার পর সেখানে আগুন লাগে। বেলা একটার কিছু আগে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সাহায্য করে। আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন। প্রাথমিকভাবে তিনি প্রায় ১০০ ঝুপড়ি ঘর পুড়ে যাওয়ার কথা জানান।
বস্তিতে থাকা লোকজনের বেশির ভাগই কারওয়ান বাজারে মাছের আড়তে কাজ করে বলে জানান স্থানীয় লোকজন। সেখানে বেশ কিছু ফ্রিজ ছিল।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

