নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীতে জেএসসি পরীক্ষার রেজাল্ট আনতে বাড়ি থেকে বের হয়ে গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছে রাকিব হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র। নিখোঁজ স্কুল ছাত্র বেগমগঞ্জ উপজেলার জীরতলী ইউনিয়নের অভিরামপুর গ্রামের মালদ্বীপ প্রবাসী সামছুল হকের পুত্র ও কেবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
জানা গেছে, রাকিব শনিবার সকালে প্রকাশিত তার জেএসসি পরীক্ষার রেজাল্ট আনতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তাকে অনেক খোঁজা খুঁজির পর না পেয়ে রোববার সন্ধ্যায় নানা ক্বারী আবদুর রেজ্জাক বেগমগঞ্জ থানায় সাধারন ডায়েরি করেছেন। যার নং-১৪৮২ তাং-৩১/১২/১৭।
বেগমগঞ্জ মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, জিডি হওয়ার পর স্কুল ছাত্রের সন্ধানে সম্ভাব্য সব স্থানে ম্যাসেজ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

