৯ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:১৭

দেশে প্রথম কোনো নাটকের ৭০০ প্রদর্শনী

শিল্পসাহিত্য ডেস্ক:

কঞ্জুস’ নাটকের সাতশতম প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীতে। ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই প্রদর্শনী হবে। গত ৩০ বছর যাবত নাটকটি নিয়মিতভাবে মঞ্চায়িত হয়ে আসছে। দেশের নাট্য ইতিহাসে প্রথমবারের মতো কোনো নাটক সাতশতম প্রদর্শনীর মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

লোক নাট্যদলের দর্শকনন্দিত প্রযোজনা, ফরাসী নাট্যকার মলিয়ের ‘দ্যা মাইজার’ অবলম্বনে তারিক আনাম খান রূপান্তরিত এবং লিয়াকত আলী লাকী নির্দেশনায় এ নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১২, ২০১৭ ১২:০৭ অপরাহ্ণ