১০ই এপ্রিল, ২০২৫ ইং | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৬
ব্রেকিং নিউজ

কালকিনিতে বৃদ্ধ হত্যাচেষ্টা মামলায় পিতা-পুত্র গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরের কালকিনিতে হায়দার আলী তালুকদার (৬০) নামের এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা মামলায় পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ রবিবার সকালে তাদের দুজনকে পৌর এলাকার মাছবাজার রোড থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- এসকান্দার তালুকদার ও তার ছেলে ছাদ্দাম। মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্র জানা গেছে, উপজেলার রমজানপুর এলাকার দক্ষিণ রমজানপুর গ্রামের হায়দার আলী তালুকদারের সাথে একই গ্রামের এসকান্দার তালুকদারের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে।

এর জের ধরে গত বৃহস্পতিবার রাতে হায়দার আলী তার মামা বাড়িতে রওনা দেন। এসময় রাস্তায় একা পেয়ে এসকান্দার তালুকদারের ছেলে সাইফুলসহ বেশ কয়েকজন মিলে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এতে করে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় কালকিনি থানায় ভুক্তভোগী হায়দার আলী বাদী হয়ে হত্য্ াচেষ্টা মামলা দায়ের করেন। এ মামলায় পিতা এসকান্দার তালুকদার ও পুত্র ছাদ্দাম তালুকদারকে গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগী বৃদ্ধের ছেলে শাহিন বলেন, আমরা বাবাকে এসকান্দারের ছেলেরা হত্যা চেষ্টা চালায়। তাই আমরা থানায় মামলা করি। এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক উত্তম বলেন, তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ১০, ২০১৭ ২:৪২ অপরাহ্ণ